নেছারাবাদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুলবল টুর্নামেন্ট বালক(অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সোহাগদল একাদশকে চার এক গোলে পরাজিত করে স্বরূপকাঠি পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়। এর আগে বিকেলে খেলা শুরুতেই সোহাগদল একাদশ প্রথমে এক গোল দেয়। পরে পৌরসভা একাদশ পর্যায়ক্রমে চারটি গোল দেয়।
খেলায় প্রধান অতিথি ছিলেন নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন।
এছাড়া খেলায় বিশেষ অতিথি ছিলেন স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত,নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) বশির গাজী, নেছারাবাদ স্বাস্থ্য কর্মকর্তা ডা: ফিরোজ কিবরিয়া,সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুল্লাহ প্রমুখ।