করোনা ভাইরাস সংক্রমণের কারনে চলমান লকডাউনে সরকারী বিধি নিষেধ কার্যকর করতে নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী মোবাইলকোর্টে ৪৭হাজার ১ শতটাকা জরিমানা করেন।
মঙ্গলবার সকাল থেকে স্বরূপকাঠির জগন্নাথকাঠি বন্দরে জনসমাগম আটকাতে প্রায় ২ঘন্টা ধরে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বিনা কারনে ঘর থেকে বের হওয়া লোকজনকে ঘরে ফেরত যাওয়ার জন্য বাধ্য করেন। এ সময় তিনি দুই বাজারের(কাঠের পোল) নামে সংযোগ ব্রিজটি সাময়িক বন্ধ করে দেন।
কাগজপত্র না থাকায় ৪ জন মটর সাইকেল আরোহীকে ২হাজার টাকা এবং মাক্স না পরার কারনে এক পথচারীকে ১শতটাকা জরিমানা করেন। অপরদিকে ডুবি বাজারে বিধি নিষেধ অমান্য করে কাজ করার খবর পেয়ে সেখানে গিয়ে তিন কাঠ ব্যাবসায়ীকে মোবাইল কোর্টে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় নেছারাবাদ থানার এস আই রফিকুল ইসলাম এবং এ এস আই মামুন ও তাদের সংগীয় পুলিশ ফোর্স সাথে ছিলেন।