নেছারাবাদে দ্রুত গতিতে বাড়ছে করোনা রোগী সংখ্যা আজ মঙ্গলবার ২৩জন রোগীকে করোনা টেস্ট করানো হয় এর মধ্যে ১৫জনের করোনা পজেটিব আসছে। গতকাল করোনা রোগীর সংখ্যা ছিলো ৯ জন।আক্রান্ত ব্যক্তিরা উপজেলার ভিবিন্ন এলাকার লোক। আক্রান্ত ব্যক্তিদের মধ্য ডাক্তার,উপজেলা প্রশাসনের লোক রয়েছেে।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: আসাদুজ্জান জানান, আজ ২৩ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্য ১৫ জনের করোনা পজিটিভ আসে।
এদিকে করোনা প্রার্দুভাব বৃদ্ধিতে নেছারাবাদে চলছে কঠোর লকডাউন। জরুরী সেবা ব্যাতীত বন্ধ রয়েছে উপজেলার সকল দোকানপাট। রাস্তায় রিক্সা ব্যাতীত চলছেনা কোন যানবাহন।
লকডাউন কার্যকর এবং সংক্রমণ রোধে সরকারি নির্দশনা মানাতে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন হ্যান্ড মাইক হাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে সচেতনতামুলক প্রচারনা চালাতে দেখা গেছে। আইন অমন্যকারিদের করছেন ভিবিন্ন অংকে জরিনানা এবং করছেন হুসিয়ারি।