পিরোজপুরে নেছারবাদ ঊপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ১০জন চেয়ারম্যান, ৯০জন সাধারণ সদস্য এবং ৩০জন সংরক্ষিত মহিলা সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে নেছারাবাদ উপজেলা পরিষদ অডিটরিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠানে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
পরে পৃথকভাবে ১০ ইউনিয়নের নির্বাচিত ৯০ জন সাধারণ পুরুষ সদস্য ও সংরক্ষিত আসনের (মহিলা) ৩০জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মোষারেফ হোসেন।
শপথ গ্রহন শেষে নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসেনের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, স্বরূপকাঠি পৌরসভার মেয়র গোলাম কবির ,উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আব্দুল হামিদ সাধারন সম্পাদক ফুয়াদ হোসেন,মুক্তি যোদ্ধ কমান্ডার শাখাওয়াত হোসেন, নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন, নবনির্বাচিত চেয়ারম্যানদের পক্ষে মো.আল আমিন,স্বরূপকাঠি প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।