পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলার ‘মধ্য দেবত্র এন ইসলাম দাখিল মাদ্রাসার সুপার এবং সভাপতিকে তাদের পদ থেকে অপসারণের দাবিতে অভিভাবক মন্ডলি , এলাকাবাসী, এবং মাদ্রাসার ছাত্রছাত্রীরা মানববন্ধন করে। সোমবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তারা বলেন , মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ২০২১সালের দাখিল পরীক্ষায় এ প্লাস পাইয়ে দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়। যার অডিও রেকর্ড থেকে তার সত্যতাপাওয়া গেছে। এছাড়াও নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে । আহ্বায়ক কমিটির সভাপতি ইলিয়াস খান এবং মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মিলে মাদ্রাসার লাইব্রেরিয়ান, আয়া, ও নিরাপত্তা কর্মি পদের জন্য অর্থ নিয়ে অযোগ্য লোক নিয়োগ দিয়েছেন।
বক্তব্যে একজন অভিভাবক বলেন, একটি সূত্র থেকে জানাযায়, ২০২১ সালের ৩৭ জন দাখিল পারীক্ষর্থির কাছ থেকে মাদ্রাসা সুপার ২হাজার টাকা করে ৭৪ হাজার টাকা অবৈধভাবে আত্মসাৎ করেছে।
এ ছাড়াও করনাকালিন সময় সরকারি নির্দেশনা না মেনে খেয়াল খুশিমত ক্লাস পরিচালনা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন নাসির সরদার, লাভলু পঞ্চায়েত, জাহাঙ্গীর আলম প্রমুখ।