স্বরূপকাঠির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফজিলা রহমান মহিলা কলেজের উদ্যোগে ২০২১ সনের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ওই বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। কলেজের অধ্যক্ষ এস এম জাহিদুল
ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,পরিচালনা পরিষদের সদস্য মো. আতিকুর রহমান,সহকারী অধ্যাপক মো.শহীদুল ইসলাম বাহাদুর,পরিমল চন্দ্র বিশ্বাস, শিক্ষার্থী সুমাইয়া, মারিয়াম ও বিদায়ী শিক্ষার্থী মারিয়া আক্তার লিজা প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।