নেছারাবাদে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের নগদ অর্থ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করা হয়েছে। রবিবার (৯মে) সকালে উপজেলার সারেংকাঠী ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ইউনিয়নের অসহায় ও অতি দরিদ্র পরিবারের ৫৫৬জনের মধ্যে ৪৫০ টাকা করে ওই অর্থ বিতরন করা হয়। এ সময় সারেংকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সায়েম, ট্যাগ অফিসার আঃ কাদের উপ-সহকারি কৃষি অফিস, ইউপি সচিব মো. শহিদুল্লাহ, ইউপি সদস্য বৃন্দ, প্রমুখ।
নেছারাবাদ উপজেলা পিআইও কর্মকর্তা মানষ কুমার দাস জনান, নেছারাবাদ উপজেলার প্রতিটি ইউনিয়নে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে ৫৫৬টি পরিবারের মাঝে অর্থ বিতরন করা হবে।