অবশেষে পিরোজপুরের নেছারাবাদে বহুল প্রতিক্ষিত পল্ট্রি খামার মালিক সংগঠন ‘ নেছারাবাদ পোল্ট্রি মালিক সমিতি’ আলোর মুখ দেখেছে। প্রায় ৯ মাস চেষ্টা করে প্রায় ১২ শতাধিক খামারিকে একত্রিত করে এই সংগঠনকে দাড় করানো হলো। নব গঠিত কমিটিতে সর্ব সম্মতিতে মোঃ তাইমুর রেজা কনককে সভাপতি ও শাহ মোঃ নাসির উদ্দিনকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট একটি দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে গত কাল বুধবার বিকেলে মিয়ারহাট বন্দর কমিটি অফিস মিলানায়তনে কমিটি গঠন অনুষ্ঠানে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মোঃ তাইমুর রেজা কনক। পোল্ট্রি ব্যাবসায়ী শাহ মোঃ নাসির উদ্দিনের সঞ্চাালনায় বক্তব্য রাখেন সুটিয়াকাঠি পল্ট্রি মালিক সমিতির সভাপতি মোঃ আঃ রাজ্জাক, এস এম ছিদ্দিকুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম টুটুল, মাষ্টার মোঃ আঃ রহিম প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়।
এ ছাড়াও সভায় সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ শাহ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড. এস এম ফুয়াদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, প্রনী সম্পদ অধিদপ্তর ডি ডি ডাঃ নুরুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম,সাবেক অধ্যক্ষ মোঃ বেলায়েত হোসেন, উপজেলা ইউএলও সহ আট সদস্যের উপদেষ্টা করে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এছাড়াও কমিটির অপর সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মোঃ আজহারুল ইসলাম টুটুল,সহ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন,সহ সভাপতি মোঃ হুমায়ুন কবির (চাঁন), সহ সভাপতি মোঃ সালাউদ্দিন, সহ সভাপতি মোঃ মহাসিন মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মাসুম মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ (ইমন), যুগ্ন সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসরাম, দপ্তর সম্পাদক মাষ্টার মোঃ আঃ রহিম প্রমুখ