সামসুল আলম মিশুককে আহ্বায়ক এবং মো. রুহুল আমিন রাহুলকে সদস্য সচিব করে ন্যাশনাল পিপলস যুব পার্টির ২১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) যুব সংগঠনের আত্মপ্রকাশ ঘটলো।
মঙ্গলবার (০৮ জুন) এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মন্ডল ন্যাশনাল পিপলস যুব পার্টির এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। যুগ্ম-আহ্বায়ক মিনহাজ উদ্দিন ( ঢাকা), মো. রুহুল আমিন (সাতক্ষীরা), মো. আজিজুল হক (পাবনা) ও আল মামুন দেওয়ান (ময়মনসিংহ) ।
সদস্যবৃন্দরা হলেন এস এম মনিরুজ্জামান মনি ( খুলনা), মো. আরিফুজ্জামান হানিফ (কিশোরগঞ্জ), মো. আলমগীর মোড়ল ( খুলনা), মো. সোহরাব হোসেন (রংপুর), রোকসানা আক্তার ( ঢাকা), আলিফুল ইসলাম ইদরাক (কিশোরগঞ্জ), মো. রফিকুল ইসলাম (ঢাকা), মো. শাহজাহান আলী (ময়মনসিংহ), শফিউল ইসলাম ( সাতক্ষীরা), মো. সুমন খান (পিরোজপুর) এবং মো. ফিরোজ (রংপুর) ।ন্যাশনাল পিপলস যুব পার্টির নতুন এই আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
এদিকে কমিটি ঘোষণার পর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এনপিপির চেয়ারম্যান ও মহাসচিবের হাতে ফুলের তোড়া তুলে দেন ন্যাশনাল পিপলস যুব পার্টির নতুন আহ্বায়ক কমিটির নেতারা। এ সময় ন্যাশনাল পিপলস যুব পার্টির নতুন নেতৃবৃন্দকে স্বাগত জানান শেখ ছালাউদ্দিন ছালু ও আব্দুল হাই মন্ডল।