শনিবার, ৩১ জুলাই ২০২১, ০৮:১৩ পূর্বাহ্ন

এনপিপি’র ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আনোয়ার শীর্ষ সংবাদ
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৭৬ জন দেখেছেন

নানা কর্মসূচির মধ্য দিয়ে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে কর্মসূচি সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়। সকাল ১১টায় এনপিপি’র চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু এনপিপি ও এনডিএফ এর সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ শকত হোসেন নিলুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।

পরে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনপিপির চেয়ারম্যান জননেতা আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন-এনপিপি’র মহাসচিব বীর মুক্তযোদ্ধা মোঃ আব্দুল হাই মন্ডল।যুগ্ম মহাসচিব মোঃ এমাদুল হক রানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন , এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য মোঃ ইদ্রিস চৌধুরী, শেখ আবুল কালাম, মোঃ আনিসুর রহমান দেওয়ান, সৈয়দ মাহমুদুল হক আক্কাছ, এনপিপির নেতা ইকবাল হাসান স্বপন, ভাইস চেয়ারম্যান সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাহেব আলী হাওলাদার রনি, কে এম সামসুল আলম মিশুক এনপিপি মহিলা পার্টির আহবায়ক ফেরদৌসী, ঢাকা মহানগর দক্ষিণের সাধারন সম্পাদক আরিফুর রহমান সুমন মাস্টার ।এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন,এনডিএফ জোটের নেতৃবৃন্দ। সুচনা বক্তব্যে এনপিপির মহাসচিব আব্দুল হাই মন্ডল এনপিপির সর্বস্তরের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ২০০৭ সালের ১৯ জুলাই জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করে এনপিপি।

সভাপতির বক্তব্যে এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এনপিপি’র সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক-শুভানুধ্যয়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এনপিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন নিলুকে। তার আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি এনপিপি’র প্রয়াত সকল নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শেয়ার করুন

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2020 dailyshirshosongbad
Developed By NCB IT
satta king tw