ফোন করলেই মিলবে অক্সিজেন সেবা,নেছারাবাদে স্বরূপকাঠি গ্রন্থাগারে উদ্যেগে দেয়া হচ্ছে বিনামূল্যে অক্সিজেন সেবা। রোববার বিকেলে স্বরূপকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডে উপজেলা পরিষদ এলাকায় অবস্থিত তাদের গ্রন্থাগারে স্বাস্থ্যবিধি মেনে উদ্ধাধনী অনুষ্ঠানের আয়োজন করেন।নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসেন তাদের এই বিনামূল্যের অক্সিজেন সেবার উদ্ধোধন করেন।
সংগঠনের সভাপতি গোলাম হাফিজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা ডা: ফিরোজ কিবরিয়া।
সংগঠনের সহ-সভাপতি মো: মনিরুল ইসলাম রনি জানান, আমরা প্রাথমিকভাবে ছয়টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে যাত্রা শুরু করেছি। আক্রান্তদের চাহিদা বুজে আরো সিলিন্ডার সরবারহ করা হবে। তিনি আরো জানান, আমাদের বিনামূল্যের অক্সিজেন পেতে হলে ডাক্তারি পরামর্শপত্র ও অক্সিজেন সিলিন্ডার নেওয়া ব্যক্তির জাতিয় পরিচয় পত্র(এন আই ডি কার্ড) জমা দিলেই পেয়ে যাবে অক্সিজেন সিলিন্ডার।