নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাদ্য তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও এর নেতৃত্বাধীন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) এর চেয়ারম্যান জননেতা আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু ও এনপিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মন্ডল।
নেতৃদ্বয় শুক্রবার (৯ জুলাই) এক শোকবার্তায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিকান্ডের সঠিক কারন নির্নয়ের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি প্রদানের আহবান জানান।
নেতৃদ্বয় অগ্নিকান্ডে নিহত প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ ও আহতদের চিকিৎসা বাবদ এক লাখ টাকা করে প্রদান করার জন্য সরকারের প্রতি আহবান জানান।