স্বরূপকাঠিতে কঠোর লক ডাউনের বিধি নিষেধ কার্যকর করতে প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী টহল দিচ্ছে।
শুক্রবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেনা পৌর শহরের জগন্নাথকাঠি বন্দর, জগৎপট্টি বন্দর, মাহামুদকাঠি ও কুড়িয়ানা বাজার এলাকায় এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী ইন্দুরহাট, মিয়ারহাট বাজারে অভিযান চালান। এসময় সেনা সদস্যরা তার সাথে ছিলেন।
বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ। অন্যদিকে শহরের ওষুধ ও হোটেল, সবদোকান,মার্কেট,গণপরিবহন বন্ধ রয়েছে। এদিকে নির্দেশনা অমান্য করায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন ও সহকারি কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজীর নেতৃত্বে পৃথক ভ্রাম্যমান আদালত ৬ জনকে ১৩ হাজার ১শ টাকা জরিমানা করেন।গনপরিবহন চলাচল বন্ধ করা স্বাস্থ্য সচেতন করে মাইকিং করাহয়। লকডাউনের বিধি নিষেধ না মানলে কাউকে ছাড় দেওয়া হবেনা বলেন ইউএনও মো. মোশারেফ হোসেন।