শনিবার, ৩১ জুলাই ২০২১, ০৮:২৬ পূর্বাহ্ন

স্বরূপকাঠিতে লকডাউন কার্যকর করতে  প্রশাসনের ব্যাপক তৎপরতা

আনোয়ার শীর্ষ সংবাদ
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১২২ জন দেখেছেন
Exif_JPEG_420

স্বরূপকাঠিতে লক ডাউনের বিধি নিষেধ কার্যকর করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হয়েছে।বৃস্পতিবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনা এবং ওসি আবীর মোহাম্মদ হোসেনের নেতৃত্বে

পৌরশহরের জগন্নাথকাঠি বন্দর, জগৎপট্টি বন্দর, মাহামুদকাঠি ও কুড়িয়ানা বাজার এলাকায় এবং সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী ও ইন্সপেক্টর তদন্ত সোলায়মান হোসেনের নেতৃত্বে ইন্দুরহাট, মিয়ারহাট ও ডুবির বাজারে অভিযান করেন। এসময় ইউএনও সহকারী কমিশনারের নেতৃত্বে মোবাইল কোর্টে মোট ১৫ টি মামলা হয়েছে ওই মামলায় মোট জরিমানা করা হয়েছে ১৭ হাজার ২০০ টাকা।

সবগুলোপ প্রবেশ দ্বারে পুলিশের চেকপোষ্ট বসানো হয়েছে। গনপরিবহন চলাচল বন্ধ করা স্বাস্থ্য সচেতন করে মাইকিং করা হয়। ইউএনও মো. মোশারেফ হোসেন জানান লকডাউনের বিধি নিষেধ না মানলে কাউকে ছাড় দেওয়া হবেনা। ##

শেয়ার করুন

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2020 dailyshirshosongbad
Developed By NCB IT
satta king tw