স্বরূপকাঠিতে এক কিশোরীকে ধর্ষণ ও অপর এক কিশোরীকে অপহরণের অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় ২তরুনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। উপজেলার আকলম গ্রামে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. মুহিবুল্লাহ (১৭) নামের এক কিশোরকে গ্রেফতার করা হয়। আটক মুহিবুল্লাহ একই গ্রামের আলাউদ্দিনের পুত্র। এদিকে কামারকাঠি গ্রামের ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের মামলায় মো. আসিফ (১৬) নামে একজনকে গ্রেফতার করা হয়। আসিফ জগৎপট্রি গ্রামের মাছের ব্যবসায়ী আসলামের পুত্র।
নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত)মো.সোলায়মান জানান এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার সকালে পিরোজপুর আদালতে প্রেরন করা হয়েছে। অপহৃতা কিশোরীকে জবানবন্দী গ্রহনের জন্য বিজ্ঞ বিচারকের কাছে এবং ধর্ষিতা কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।