নেছারাবাদে আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরন বিষয়ক সচেতনতা মুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।৮ জুন মঙ্গলবার সকালে উপজেলা প্রানীসম্পদ দফতরে স্থানীয় ডেইরী ও পোল্ট্রি খামারী, খাদ্য বিক্রেতাদের সমন্বয়ে ওই সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রানী সম্পদ কর্মকর্তা ডা. তাপস কুমার ঘোষ।
ভেটার্নারী সার্জন ডা. শওকত আলির উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, খামারী খাদ্য ব্যবসায়ী মিয়া আব্দুল ওহাব, মো. কবির, মো. নাসির তালুকদার, মো. দুলাল প্রমুখ।