পিরাজপুরের স্বরপকাঠিতে দুই কেজি গাঁজা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ইউসুফ ফকিরকে গ্রেফতার করছ পুলিশ। সোমবার দিবাগত রাত দুইটার দিকে তাকে গ্রেফতার করে নিয়মিত মাদকের মামলা দায়ের শেষে মঙ্গলবার তাকে পিরোজপুর কোর্টে প্ররণ করা হয়েছে। তথ্য সুত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মাহাম্মদ হোসেন এর নেতৃত্বে এসআই আল মামুন, এএসআই শরিফুল ও এএসআই নাঈম সহ একদল পুলিশ উপজলার জলাবাড়ি ইউনিয়নের আরামকাঠি এলাকার ইসমাঈল ফকিরর ছল ইউসুফ ফকিরের ঘরে অভিযান চালিয় তাক আটক কর। এসময় পুলিশ তার ঘর তল্লাসী করে ওই গাঁজা উদ্ধার কর।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মেহাম্মদ হোসেন বলন, ঈদকে সামনে রেখে মাদকের সাথে সংশ্লিষ্ট যে কেউ যত তৎপর হয় না কেন পুলিশ এ ব্যাপার সচেষ্ট রয়েছে। মাদকসহ যে কোন অপরাধ কর্মকান্ড নির্মূলে পুলিশের এ সাড়াসি অভিযান অব্যহত থাকবে।