পিরোজপুরে নেছারাবাদ উপজেলায় করোনা ভাইরাস প্রাদুর্ভাব সংক্রমণ থেকে জনগনকে সুস্থ রাখতে এবং সরকারী ঘোষনা মোতাবেক করোনা ভাইরাস মোকাবিলায় মাস্কের ব্যাবহার নিশ্চিত করতে মাঠে রয়েছে নেছারাবাদ উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার ইউএনও মো. মোশারেফ হোসেন, (একজন করোনা যোদ্ধা) জগন্নাথকাঠি বাজারে মাস্ক ছাড়া অবাদ ঘোরাঘুরি খবর পেয়ে তাত্ক্ষণিক বাজারে ছুটে যান হ্যান্ড মাইক হাতে, ঘুরে ঘুরে জনগণ কে মাস্ক পরতে বলেন। এসময় তিনি বলেন, কোন ব্যক্তিকে মাস্ক ছাড়া পাওয়া যায় তাহলে জরিমানা সহ আইনি ব্যাবস্থা নিবেন বলে হুশিয়ার করে দেন।
পৌরসভার মেয়র মো. গোলাম কবির, নেছারাবাদ স্বাস্থ্য প প কর্মকর্তা ফিরোজ কিবরিয়া, আওয়ামীলীগ সভাপতি আব্দুল হামিদ, ও ওসি আবীর মোহাম্মদ হোসেন তার সাথে ছিলেন।
উল্লেখ্য ইউএনও মোশারেফ হোসেন কয়েক দিন পূর্বে তিনি করোনায় আক্রান্ত হয়ে ছিলেন, সম্প্রতি তিনি সুস্থ হয়ে আবার মাঠ পর্যায়ে সরকারি নির্দেশনা কার্যকর করতে মাঠে নেমেছেন।