পিরোজপুরের স্বরূপকাঠিতে সরকারি আইন অমান্য করে দোকানে মূল্য তালিকা না রাখার অপরাধে ৫ ব্যবসায়ী কে ১ লক্ষ ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যান আদালত। সোমবার সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.বশির গাজীর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত থানা পুলিশের সহায়তায় স্বরূপকাঠী উপজেলার ডুবি বাজারে অভিযান চালায়।ইমারত নির্মান আইনে আব্দুস সত্তারকে ৩০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এনাম হোসেন (মুদির দোকান) কে ৩০ হাজার , কামরুল হাসান (মুদির দোকান) কে ৩০ হাজার ,মোঃ জোবায়ের (ইলেকট্রনিক্স দোকান) কে ১০ হাজার ও আলী আকবর(চায়ের দোকান) কে ২ হাজার টাকা সর্বমোট ১ লক্ষ ২ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।