নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠী বাজারে দুর্ধর্ষ চুরি হয়েছে। শনিবার আনুমানিক গভীর রাতে জগন্নাথকাঠি বাজারের স্বরূপকাঠি ব্যাগ হাউজ নামক দোকানে এ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের তালা ভেঙ্গে নগদ টাকাসহ দোকানের মূল্যবান অনেক প্রসাধনি সামগ্রী নিয়ে গেছে।
এদিকে বাজারে চুরির ঘটনায় ব্যবসায়িরা উত্তেজিত হয়ে অকার্যকর ভারপ্রাপ্ত কমিটি বিলুপ্তি করে নতুন কমিটির দাবী করে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলকারিদের দাবী বাজার কমিটির অব্যবস্থাপনায় জগন্নাথকাঠি বন্দরে প্রায়ই চুরির ঘটনা ঘটছে। বাজারে ৬ থেকে ৭ জন পাহাড়ার দরকার সেখানে মাত্র ২ জন পাহাড়াদার আছে। তাছাড়া, কয়েক বছর পর্যন্ত বাজারে কোন কমিটি নেই। মাত্র ৪৫ দিনের ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে কয়েক বছর যাবত খেয়াল খুশিমত কমিটির কার্যক্রম চলছে বলে দাবি ব্যবসায়ীদের।সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত দোকান বন্ধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেস করে।
দোকানের মালিক পবিত্র বলেন, শনিবার রাত দশটার পর প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ী যান। রোববার সকালে এসে দোকানের তালা ভাঙ্গা দেখে সাথে সাথে দোকানে প্রবেশ করে দেখতে পান, দোকানে মালামাল রাখার অনেক সেলফ শূণ্য রয়েছে। এসময় দোকানের ক্যাশ বাক্সে রাখা টাকা চুরি যাওয়া মালামালের দাম সহ আনুমানিক দেড় লক্ষ টাকার মালামাল চুরি গেছে বলে দোকন মালিক পবিত্রর দাবী।
বাজার কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি সালাম সিকদার জানান, বাজারের চুরির ঘটনা শুনে ব্যবসায়িরা কিছু সময় দোকান বন্ধ রেখেছিল। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ(ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, চুরির ঘটনা শুনে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি অবহিত করলে,তিনি আগামী ৫/১/২১ইং তারিখ সকল ব্যবসায়ীদের নিয়ে বসার আশ্বাস দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ফেরত পাঠান।