স্বেচ্ছায় করিব রক্ত দান এটাই মোদের শ্লোগান এই শ্লোগানকে সামনে রেখে নেছারাবাদের রাহুতকাঠী ব্লাড ডোনার্স ক্লাবের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে, শুক্রবার বিকালে এসভা অনুষ্ঠিত হয়।
এসময় নেছারাবাদ ব্লাড ডোনার্স ক্লাবকে, ও রাহুতকাঠী জামে মসজিদের ইমাম অহিদুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়,অনুষ্ঠানে সভাপতিত্ত করেন মুনকির আকন সুজন, এসময় উপস্থিত ছিলেন, নেছারাবাদ ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি নাভেল আকন,সাধারণ সম্পাদক রাজু, নেছারাবাদ ব্লাড ডোনার ক্লাবের সমন্নয় কারী লিমন আহাম্মদ, রাহুতকাঠী বায়তুন নুর জামে মসজিদের ইমাম মনির হোসেন, রাহুতকাঠী বায়তুস সালাম জামে মসজিদের ইমাম মোস্তফা কামাল,রাহুতকাঠী ব্লাড ডোনার্স ক্লাবের সদস্য , পারভেজ,রাকিবুল ইসলাম, ইউসুফ,সোহাগ আল আমিন, রুহুলআমীন, সজীব আকন, সুমন, এবং,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।