জয়যাত্রা টেলিভিশন তালা উপজেলা প্রতিনিধি, সাতক্ষীরার তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ভোরের কাগজের তালা প্রতিনিধি নজরুল ইসলাম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১১ নভেম্বর, বুধবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গুরুতর অসুস্থ অবস্থায় সাংবাদিক নজরুল ইসলামকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের ভর্তি করা হয়। তিনি বেশ কিছুদিন যাবত লিভারসহ হৃদরোগের ভুগছিলেন। এর আগে তিনি বেশ কিছুদিন যাবৎ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জয়যাত্রা টেলিভিশন তালা উপজেলা প্রতিনিধি নজরুল ইসলামের মৃত্যুতে জয়যাত্রা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুম সাংবাদিক নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আগামী ১৪ নভেম্বর শনিবার জয়যাত্রা টেলিভিশনের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।