দক্ষিন বাংলার রাজনৈতিক অভিভাবক পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মন্ত্রী আওয়ামীলীগের সিনিয়ন সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, মুজিব বাহিনীর যুদ্ধকালীন বরিশাল আঞ্চলিক প্রধান আলহাজ্ব আবুলহা সনাত আব্দুল্লাহ এমপির রোগমুক্তি কামনায় স্বরূপকাঠিতে দোয়া মোনাজাতঅ নুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পৌর ভবনে স্বরূপকাঠি পৌরসভার মেয়র গোলাম কবির সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মজিবুর রহমান,স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম,দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মো. মহিবুল্লাহ, আওয়ামীলীগ নেতা কাজী সাইফুদ্দিন তৈমুর প্রমুখ। অনুষ্ঠানে পৌর কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের ইমাম মাওলানা ক্বারী মো. বেলায়েত হোসেন।