শনিবার, ৩১ জুলাই ২০২১, ০৭:৪৭ পূর্বাহ্ন

প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা পৌছে দিতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প।দৈনিক শীর্ষ সংবাদ

আনোয়ার হোসেন,নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৪ জুন, ২০২০
  • ২৬১ জন দেখেছেন

পিরোজপুরের নেছারাবাদে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকাল উপজেলার সমদেকাঠী ইউনিয়নের কুহুদাসকাঠী সরকারী প্রা.বিদ্যালম কাম সাইক্লোন সেল্টারে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক অসহাস গর্ভবতী মহিলাদের চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়।

বরিশাল সিএমএইচ এর পরিচালনায় ৭ পদাতিক ডিভিশন বরিশাল শেখ হাসিনা সেনানিবাস, লেবুখালী এর ব্যাবস্থাপনায় ২৬ হর্স ওই ফ্রি চিকিৎসা প্রদান করেন গাইনোকোলোজিষ্ট মেজর ডা. শারমিন (এএমসি)। চিকিৎসা শেষে রোগীদের প্রয়োজনীয় ফ্রি ওষুধ ফ্রি বিতরণ করা হয়।ক্যাম্পের সার্বিক ব্যাবস্থাপনার দায়ত্বি পালন করেন ক্যাপ্টেন মুয়াজ আলম। এ জন্য সেখানে স্থাপন করা হয়েছে জীবানুনাশক স্প্রে পয়েন্ট। চিকিৎসার আগে প্রত্যেককে ওই জীবানুনাশক স্প্রে পয়েন্টের মাধ্যমে জীবানুমুক্ত করা হয়।

মেজর মুয়াজ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের চিকিৎসা সেবা পৌছে দিতে আমাদের এ আয়োজন। এসময় অসহায় মানুষদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়। সমদেকাঠী ইউপি চেয়ারম্যান এম কে সবুর তালুকদার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2020 dailyshirshosongbad
Developed By NCB IT
satta king tw