পিরোজপুরের কাউখালীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষ ব্যবহার হচ্ছে বৈদ্যুতিক মালামাল ও শ্রমিকদের থাকার কাজে। এ দৃশ্য উপজেলার ৬০নং দক্ষিণ চিরাপাড়া কেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
সরেজমিনে দেখা গেছে, ওই বিদ্যালয়ের একটি কক্ষ ও বিদ্যালয়ের মাঠ ব্যবহার হচ্ছে স্থানীয় পল্লীবিদ্যুতের ঠিকাদারের শ্রমিকদের থাকা ও মালামাল রাখার জন্য।
মো. মাহফুজুর রহমান নামের এক পল্লীবিদ্যুতের ঠিকাদারের কাজের জন্য ব্যবহৃত মালামাল ও শ্রমিকদের থাকার জন্য বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও মাঠ ব্যবহার করা হচ্ছে। ওই শ্রমিকদের থাকার জন্য বিদ্যালয়ের দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির কক্ষ আর মালামাল রাখার জন্য ব্যবহার করা হচ্ছে বিদ্যালয়ের মাঠ।
স্থানীয় একাধীক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে পল্লীবিদ্যুতের ঠিকাদার ওই বিদ্যালয়টির কক্ষ তাদের লোকজনের থাকার জন্য ও মালামাল রাখার জন্য মাঠ ব্যবহার করে আসছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার মো. মাহফুজুর রহমান জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও মাঠ ব্যবহার করা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন জানান, বিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকায় পল্লী বিদ্যুতের ঠিকাদার তাদের কিছু শ্রমিক ও মালামাল রাখার জন্য ওই বিদ্যালয়ের একটি কক্ষ ব্যবহারের অনুমতি চেয়ে ছিলেন। আমরা তাকে মাত্র ২-৪ দিন থাকার জন্য দিয়েছিলাম।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাকিম জানান, বিষয়টি শুনে সেখানে এক সহকারী শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। কক্ষ পরিস্কার করে ক্লাসের উপযুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।