স্বরূপকাঠির ছারছিনা দরবার শরীফের নির্মানাধীন (তিন শ ফিট) মিনারের উপর থেকে পড়ে গিয়ে নিলচান (৩০) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে দেড় শ‘ ফুট উঁচু মিনারের নির্মান কাজ করার সময় ওই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত এ্যম্বুলেন্স করে নিলচানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত শ্রমিক নিলচান বাগেরহাট জেলার মোড়লগঞ্জের চন্ডিপুর গ্রামের ওয়াহেদ গাজীর পুত্র।
মে দিবসে সরকারি ছুটি থাকা সত্যেও কেন নির্মান কাজ চলমান ছিলো এ বিষয় জানার জন্য কন্টিনিঊশন কনস্ট্রাকশন ঠিকাদার কোম্পানির ম্যানেজার আনোয়ার হোসেন এর কাছে জানতে চাইলে সে ব্যাস্ত আছে বলে কলটি কেটে দেয়।
এ রিপোর্ট লেখার সময় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় এনে রেখেছেন।