সোমবার, ১৭ মে ২০২১, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
কাউখালী আবাসনের বঞ্চিত শিশুদের ঈদের নুতন পোশাক দিলেন ইউএনও ঈদ মোবারক। দৈনিক শীর্ষ সংবাদ পিরোজপুরে অসহায় কর্মহীন মানুষের পাশে “ফ্রেন্ডস’ ৯৭ পিরোজপুর” নেছারাবাদে সাত বছর বয়স থেকে পুরো ত্রিশ রোজা রাখছে মারিয়াম স্বরূপকাঠিতে বাবার মৃত্যুর শোক কাটতে না কাটতেই ফেরিঘাটে পদদলিত হয়ে ছেলের মর্মান্তিক মৃত্যু স্বরূপকাঠিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর অনুদান পেলেন ৪৬ ব্যাক্তি       দুই কজি গাঁজা সহ মাদক ব্যাবসায়ী গ্রফতার স্ত্রীর পরকীয়া ধরতে গিয়ে স্বামী প্রেমিকের হাতে নির্যাতনের শিকার নেছারাবাদে সারেংকাঠী ইউনিয়নে ভিজিএফের নগদ অর্থ বিতরন স্বরূপকাঠিতে বোরো ধান- চাল সংগ্রহ শুরু

নেছারাবাদে দু’শ টাকার তরমুজ পাচঁশ টাকায় বিক্রি। দৈনিক শীর্ষ সংবাদ

আনোয়ার শীর্ষ সংবাদ ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ১১১ জন দেখেছেন

নেছারাবাদে তরমুজ পিস হিসাবে কনে কেজি হিসাবে বিক্রি করছে একদল অসাধু ব্যবসায়িরা। ব্যবসায়িরা তরমুজের আকার ও সাইজ অনুযায়ি ৮০,৬০,ও ৫০ টাকা দরে বিক্রি করছেন। লকডাউনের কয়েকদিন আগেও উপজেলার বাজারে যে বড় সাইজের তরমুজটি বিক্রি হত ২০০-২৫০ টাকায় কেজি হিসাবে এখন সেই তরমুজ তারা বিক্রি করছেন ৪০০-৪৫০ টাকায়। একটি মাজারি সাইজের তরমুজ বাজারে বিক্রি হত ৮০-৯০ টাকায়। কেজি হিসাবে এখন সেই তরমুজটি বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকায়। এছাড়া ছোট সাইজের যে তরমুজ পিস হিসাবে বিক্রি হত ১৫-২০ টাকায়;সেই তরমুজও ৫০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে ৯৫-১২০ টাকায়। তবে, ব্যবসায়িরা বলছেন তারা পিস হিসাবে তরমুজ কিনলেও মালের দাম বেশি হওয়ায় তাদের কেজি হিসাবে বিক্রি করতে হচ্ছে। এদিকে বাজারে আকাশচুম্বি তরমুজের দাম হওয়ায় হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন নিম্ম আয়ের মানুষেরা।
জগন্নাথকাঠি বাজারের ভিতরে বাকা তেড়া ছোট সাইজের তরমুজ নিয়ে বসেছেন হাসান নামে এক বিক্রেতা। তিনি সেই ছোট সাইজের তরমুজগুলো ৫০টাকা কেজি বিক্রি করছেন। অথচ, কয়েকদিন আগেও বাজারে ওই সাইজের একটি তরমুজ বিক্রি হত ১৫-২০ টাকায়। যা একমাত্র নি¤œ আয়ের মানুষ ছাড়া কেহই ওই তরমুজ কিনতনা। এখন সেই তরমুজই মধ্যবিত্ত পরিবারের লোকেরা কেজি হিসাবে বাধ্য হয়ে ক্রয় করছে,
ক্রেতারা অভিযোগসুরে জানান, সারাদিন রোজা রাখার পর প্রাণটা একটু ঠান্ডা করতে বাধ্য হয়েই কেজি হিসাবে তরমুজ কিনতে হচ্ছে। তাছাড়া গরমের এই অবস্থায় সারাদিন রোজা রাখার পর তরমুজের বিকল্প কিছুই পাচ্ছিানা বলেই তরমুজ কিনতে হচ্ছে। আর লকডাউনের এ সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়িরা কেজি হিসাবে তরমুজ বিক্রি করছেন।

শেয়ার করুন

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2020 dailyshirshosongbad
Developed By NCB IT
satta king tw