সারা দেশের ন্যায় স্বরূপকাঠিতে ৭ দিনের লকডাউন শুরু হয়েছে। সরকারী ঘোষনা মোতাবেক নির্দ্ধারিত ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া বাকী ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। লকডাউন কার্যকর করতে প্রশাসন মাঠে নেমেছে।
সোমবার প্রথম দিনে ইউএনও মো. মোশারেফ হোসেন, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী ও ওসি আবীর মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পৌরশহরে, মিয়ারহাট ও ইন্দুরহাটে অভিযান চালানো হয়। এসময় ইউএনও হ্যান্ড মাইকে সকলকে সচেতন করে আইন মেনে চলার জন্য আহবান জানান। সরকারী বিজ্ঞপিতে নির্ধারিত ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া অন্যসব দোকান না খোলাসহ সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক ইন্দুরহাট মিয়ারহাটের অভিযানে যোগ দেন। এছাড়াও সবগুলো প্রবেশ দারে পুলিশী চেকপোষ্ট বসানো হয়েছে।