স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষ্যে স্বরূপকাঠিতে দুই দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। অদ্য শনিবার সকালে ভার্চুয়ালী সংযুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
এসময় তিনি বলেন,স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ পরিনত হয়েছে জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের আলোকবর্তিকা হাতে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।উন্নয়নের এ অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধী চক্র ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যে কোন মূল্যে তাদেরকে প্রতিহত করার আহবান জানান।
ইউএনও মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী, ওসি আবীর মোহাম্মদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ । এর আগে একটি বর্নাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মেলায় ৩৫ টি ষ্টল প্রদর্শিত হচ্ছে।