স্বরূপকাঠী-ব্লাস্টার্স এর জন্য দোয়া ও শুভকামনা প্রত্যাশা সকল নেছারাবাদ বাসীর কাছে টিম ম্যানেজমেন্ট এর।
বাংলাদেশের সবচেয়ে বড় টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্ট ‘আমতলী চ্যাম্পিয়ান লীগ” এর 25/12/2020ইং তারিখে সকাল 10:00 ঘটিকার সময় প্রথম কোয়াটার ফাইনালে শক্তিশালী স্বরূপকাঠী-ব্লাস্টার্স এর মোকাবেলা করবে শক্তিশালী আমতলী ইউনাইটেড ৷ এর আগে গ্রুপ পর্বের ম্যাচ বরগুনার নলছিটিকে পরাজিত করে স্বরূপকাঠী-ব্লাস্টার্স সর্বপ্রথম দল হিসাবে কোয়াটার ফাইনাল নিশ্চিত করে ৷ কোয়াটার ফাইনাল খেলার জন্য দলকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন দলের অন্যতম পৃষ্ঠপোষক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক, উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মোশারেফ হোসেন, সুটিয়াকাঠী ইউনিয়ন চেয়ারম্যঅন রুহুল আমিন(অসীম) ও বিশিষ্ট্য সমাজ সেবক আলহাজ্ব মাহামুদ কবির ৷
দলের ম্যানেজার মো: সালাউদ্দিন, দলীয় অধিনায়ক নাইমুর তুরাগ, কোচ এস.এম. রাফি(সুশান্ত), প্রধান নির্বাচক নাদিম মাহমুদ, সহকারী নির্বাচক ফয়সাল আকন, সহকারী নির্বাচক মো: আমিনুল ইসলাম(সবুজ), উপদেষ্টা এস.কে রবিন স্বরূপকাঠী বাসীর কাছে দলের জন্য সমর্থন কামনা করেছেন৷ দলের কো স্পন্সার WALTON শোরুম স্বদেশ ইলেকট্রনিক্স , মিয়ারহাট ৷
খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে ৷ খেলাটি দেখতে চোখ রাখুন ইউটিউব চ্যানেল উপকূল টিভি লাইভে ৷