ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মাদ (সঃ) কে ব্যাঙ্গ করে কার্টুন প্রদর্শন করায় ও মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে স্বরূপকাঠিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনন করেছে নেছারাবাদ উপজেলা ওলামা পরিষদ। আজ ১ নভেম্বর রবিবার সকালে ওলামা পরিষদ ও তাওহিদি জনতার ব্যানারে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষকসহ হাজার হাজার জনতা এতে অংশগ্রহন করে। স্বরূপকাঠীর ফেরিঘাট থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মানববন্ধন করে।মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা শামসুদ্দিন আহম্মাদ, সাধারন সম্পাদক মাওলানা মো. আল আমিন, মুফতি ইউনুস আলী,মাওলানা বজলুল রহমান কাসেমী, মাওলানা রেজাউল করিম, মুফতি জাহীদুল ইসলাম প্রমুখ।