‘মাদক কে না বলি’ এই স্লোন কে সামনে রেখে নেছারাবাদে মুক্তি যুদ্ধ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের-২০২০ ফাইনাল খেলায় আদিবা জামান এফসিকে ৩-৪ গোলে (ট্রাইবেকার) পরাজিত করে বন্দর ষ্টার চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার বিকেলে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাজার হাজার দর্শক সমাগম হয়। মাদক থেকে যুুব সমাজকে দুুুরে রাখতে খেলা দুুুলার মনোনিবেশ করার জন্য ওই টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন, এসময় উপস্থিত ছিলেন ঢাকার কাফরুল থানার ওসি মো. সেলিমুজ্জামান, এস আই মোঃ নজরুল ইসলাম ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক কাজী আসাদুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র, ভাইস চেয়ারম্যান রনিদত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, ক্রীড়া সংগঠক মো. মাহবুল্লাহ, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।