মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম গতকাল শুক্রবার পিরোজপুরে ‘স্বরূপকাঠি ডিজিটাল পলিটেকনিক ইন্সটিটিউটের’ নির্মাণ কাজ এবং চেতনা পরিষদ ও কবি এমদাদ আলী পণ্ডিত স্মৃতি পাঠাগারের ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার’ এর শুভ উদ্বোধন করেন।এর পূর্বে উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধনর করেন
এসময় মাননীয় মন্ত্রী বলেন,আমাদের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত আছে, একে অব্যাহত রাখতে হবে; কর্মমুখি সুন্দর ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে স্বরূপকাঠি ডিজিটাল পলিটেকনিক ইন্সটিটিউট একটি চমৎকার উদ্যোগ সবাই মিলে একে এগিয়ে নিতে হবে।আমাদের বই পাঠে আগ্রহী হতে হবে, মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে।
জাহিদ সোহেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো.শাহআলম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এসএম ফুয়াদ, প্রধান শিক্ষক গ্রীন তালুকদার, ডিজিটাল পলিটেকনিক ইন্সটিটিউটের পরিচালক জনাব জাকির হোসেন, জনাব স্বপন কুমার হালদার শেখ মোহাম্মদ শাহীন, সামীম আহসান প্রমূখ।