মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউর করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় শত শত গৃহহীনদের জন্য ঘর নির্মান করে দেয়া হচ্ছে। মানুষের গৃহহীনদের ঘর দেয়াসহ, অন্ন,বস্ত্র,শিক্ষা ও চিকিৎসার উন্নয়নে নানা কর্মসুচী বাস্তবায়ন করে যাচ্ছেন শেখ হাসিনার সরকার। তিনি বলেন, কোটি কোটি শিক্ষার্থীকে বিনামুল্যে বই পৌঁছে দেয়া,কোষাগার থেকে নানা ধরনের ভাতা প্রদানের ব্যবস্থার করার কঠিন কাজটি একমাত্র শেখ হাসিনার পক্ষেই করা সম্ভব। মন্ত্রী বলেন,মহামারি করোনার কারনে বিশ্বের বড় বড় দেশগুলোর সরকার যখন হিমসিম খাচ্ছিলেন, তখন শেখ হাসিনার সরকার এদেশের অর্থনীতি সচল রাখতে সক্ষম হয়েছে। রোববার সকালে পিরোজপুরের স্বরূপকাঠিতে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে জেলেদের বিকল্প কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে গরু বিতরণ ও দুঃস্থদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে করোনাকালি সময়ে বিশ্ব যখর স্থবির হওয়ার অবস্থা,সেময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাব্রীজ নির্মানসহ বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি দেশের অবকাঠামো উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হন। তার সাহসি পদক্ষেপে বিশ্বের বড় বড় নেতারা বাংলাদেশকে এখন রোল মডেল হিসেবে বিবেচনা করছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো.মোশারেফ হোসেন,ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম,উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হক। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ। মন্ত্রী বিকেলে সরকারি স্বরূপকাঠি কলেজের ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন,পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধনসহ বিভিন্ন কর্মসুচীতে অংশ গ্রহন করেন।##