মাহফুজ (১৫) নামের একটি ছেলে হারিয়ে গিয়েছে। ছেলেটির গায়ের রং ফর্সা, হালকা-পাতলা স্বাস্থ্য, মুখমন্ডল: লম্বা,মাথার চুল : কালো ও ছোট-ছোট, চোখের বর্ণ: কালো, উচ্চতা: ৫ ফুট ২”। বরিশালের আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলে।
হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের জ্যাকেট ও কালো রংয়ের ফুল প্যান্ট।
মাহফুজ এর পিতা মোঃ সিরাজুল ইসলাম । ঠিকানা – গ্রাম – রাজাবাড়ী ৫ নং ওয়ার্ড, থানা- নেছারাবাদ (স্বরূপকাঠি), জেলা- পিরোজপুর ।
গত ২১/১২/২০২১ইং রোজ মঙ্গলবার রাত ৮.১০ মিনিটের সময় নিজ বাড়ীথেকে বের হয়ে আর ফিরে আসেনি সেই থেকে সে নিখোঁজ আছে। ছেলে বাড়িতে ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোর সন্ধান পায়নি।
এ বিষয়ে নেছারাবাদ থানায় একটা জিডি করা হয়েছে। জিডি নং – ১০৯৬, তাং ২২/১২/২১। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
ফোন নাম্বারঃ- ০১৭২৫ ৯২৭৬৯১