বেসরকারী সংস্থা রূপান্তরের আয়োজনে স্বরূপকাঠিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উপজেলা পর্যায়ে এক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সংগঠনের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহানের সভাপতিত্বে স্বরূপকাঠি পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম কবির, উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ, মৎস্য কর্মকর্তা ওবায়দুল হক, অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, সাংবাদিক মো. নজরুল ইসলাম,সাংবাদিক মো. হালিমুর রহমান শাহিন, হযরত আলী হিরু,আনোয়ার হোসেন, রূপান্তরের জেলা প্রকল্প কর্মকর্তা মো শফিকুল আজম, সমাজসেবী মো. মহিবুল্লাহ, কাউন্সিলর মনির হোসেন, নারী নেত্রী মিরা রানী চৌধুরী প্রমুখ।