স্বরূপকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে করোনা মোকাবিলায় করনীয় বিষয়ক সচেতনাতা মুলক লিফলেট, মাস্ক ও সাবান বিতরন করা হয়েছে॥ গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা সদরের জগন্নাথকাঠি বন্দর, মাহামুদকাঠি, কুড়িয়ানা বাজার ও আটঘরে ওইসব সামগ্রি বিতরন করা হয়।
অস্থায়ী কঁচাবাজার এলাকায় সাংবাদিকদের ওই কর্মসুচিতে অংশ নেন সহকারী কমিশনার(ভূমি) মো. বশির গাজী ও ওসি আবীর মোহাম্মদ হোসেন।।প্রেক্লাবের সভাপতি মো. নজরুল ইসলামের নেতৃত্বে, হযরত আলী হিরু, ফয়সাল হাসান সুজন, আনোয়ার হোসেন, রুহুল আমিন মোল্লা, রবিন দাস, মাসুদুল আলম অপু ,মিজানুর ররহমান প্রমুখ একর্মসূচিতে অংশ নেন। শনিবার ইন্দুরহাট ও মিয়ারহাট বন্দর এলাকায় বিতরন করা হবে।