পিরোজপুরের নাজিরপুরে চলছে কঠোর লকডাউন। প্রয়োজন ছাড়া বের হলেই করছেন জরিমানা। শ্রীরামকাঠী ও কবিরাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মোট নয়জনকে এক হাজার ৭০০ টাকা অর্থদণ্ড করেছেন উপজেলা প্রশাসন।
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে কঠোর লকডাউন (বিধিনিষেধ) শুরু হয়েছে, যা আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চলবে। নাজিরপুরে লকডাউন বাস্তবায়নে মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করে উপজেলা প্রশাসন। উক্ত কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান ও এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব সাখাওয়াত জামিল সৈকত এবং তাদেরকে সার্বিক সহযোগীতা করছেন নাজিরপুর থানা পুলিশ। উপজেলার সব জায়গায়ই বুধবার ভোর থেকে ‘কঠোর লকডাউন’ কার্যকর করার জন্য পুলিশ তৎপর রয়েছে।
এ ব্যাপারে ওবায়দুর রহমান এবং সাখাওয়াত জামিল সৈকত বলেন, এ অভিযান অব্যাহত থাকবে এবং বিনা প্রয়োজনে লকডাউন অমান্য করলে তাহাদেরকে জরিমানা করা হবে।