মা আমার প্রথম দেখা
প্রথম পরশ তুমি,
তোমার জন্য এই পৃথিবীর
আলো দেখেছি আমি ।
মা তুমি আমার দেখা
সব কিছুরই শ্রেষ্ঠ,
তোমায় পেয়ে এই জীবনে
নেই কোন কষ্ট ।
মা তোমার হাসি দেখলে
জুড়ায় এই প্রান ,
তুমি পাশে থাকলে আমার
দুঃখ হয় ম্লান ।
মা তুমি আমার জীবনে
শ্রেষ্ঠ উপহার
তুমি পাশে থাকলে আমি
চাইনা কিছু আর ।