পিরোজপুরের স্বরূপকাঠিতে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ভ্রাম্যামাণ আদালত ৩ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জমিানা করেন। নুপুর ষ্টেরে মূল্য তালিকা বাজার দরের চেয়ে বেশি থাকায় ৩ হাজার টাকা, জাহিদ ফার্মেসীতে মেয়াদ উর্তীন্ন ঔষধ থাকায় জাহিদ ফামের্সী কে ৪ হাজার টাকা এবং পরিস্কার পরিচ্ছন্নতার জন্য দিদার বেকারি কে ৭ হজার টাকা জরিমানা করা হয় ।
১৫ই সেপ্টম্বর মঙ্গলবার পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সোয়াইব মিয়ার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত নেছারবাদ উপজেলার পৌর শহরের জগন্নাথকাঠি বন্দরে অভিযান পরিচালনা করে।নেছারাবাদ থানার এএসআই মোঃ নাঈম ও তার সংগীয় ফোর্স কে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যাবসায়ীদের উদ্দেশ্যে বলেন ,নো মাস্ক নো সার্ভিস কোন ক্রেতা যদি মাস্ক না পরে আসে তার কাছে পন্য বিক্রি করবেন না। দোকানের সামনে অবশ্যই মুল্য তালিকা ঝুলিয়ে রাখবেন।উপস্তিত ক্রেতা সাধারন কে ভোক্তাধিকার সম্পর্কে সচেতন করেন এবং লিফলেট বিতরন করেন।