পিরোজপুরের নেছারাবাদের মোঃ মেহেদি হাসান (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মেহেদি হাসান উপজেলার পূর্ব গুয়ারেখা গ্রামের মো. হান্নান শেখের ছেলে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ। নিহতের পরিবার ও এলাকাবাসি সূত্র জানা যায়, গত শুক্রবার (১১সেপ্টেম্বর) রাতে খাওয়া-দাওয়া করে ওই যুবক মাছ কোপাতে বাড়ি থেকে বের হয়ে আর রাতে ফিরে আসেননি। পরের দিন সকাল ১০টার দিকে স্থাণীয়রা বাড়ির পিছনের একটি আম গাছে ঝুলন্ড অবস্থায় তার মরদেহ দেখে পরিবারের কাছে জানালে তারা থানা পুলিশকে অবহিত করেন। থানার অফিসার ইন চার্জ আবীর হাসান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওই যুবক আত্মহত্যা করেছে। ময়না তদন্তের পর বাকী বিষয় নিশ্চিত হওয়া যাবে।