১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পিরোজপুর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১৫ ই আগষ্ট (জাতীয় শোক দিবস) ৪৫ তম মৃত্যু বার্ষকীতে পিরোজপুর জেলার মধ্য শহরের সি.ও অফিস মোরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আজ সকালের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধ মঞ্চ পিরোজপুর জেলা শাখার সভাপতি জুয়েল স্বাধীন বিশ্বাস ও সাধারন সম্পাদক এইচ এম মিরাজ আহম্মেদ এক মিনিট নিরাবতা পালন করে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় উপস্থিত আরও ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ পিরোজপুর জেলা শাখার সহ সভাপতি এ আর লিটন, সহ সভাপতি নাজমুল ইসলাম সোহাগ, সহ সভাপতি সজল কুমার দাস, যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক নাজমুল সাকিব, সদর উপজেলার সভাপতি প্রিন্স অর্নিবান রায়,সহ সভাপতি আবু নাঈম,সাংগঠনিক সম্পাদক পার্থ রায়, উপ-প্রচার সম্পাদক বিদ্যুৎ রায়, সহ জেলা ও উপজেলার অন্য অন্য আরো অনেক নেতৃবৃন্দ।
এ সময় তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে শক্তিতে রুপান্তারিত করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সকল অন্যায়,অবিচার,দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করব এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। মুক্তিযুদ্ধ মঞ্চের মাধ্যমে সকল পেশার সকল উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনা গড়ে তুলবো। তারা আরো বলেন,বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ কে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটি। তাদেরই নির্দেশে পিরোজপুর জেলা শাখা মুক্তিযুদ্ধ মঞ্চ কাজ করছে।