বিশিষ্ট শিল্পপতি, যমুনা গ্রুপের চেয়ারম্যান,যমুনা টেলিভিশন ও যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে নেছারাবাদে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) স্বরূপকাঠি প্রেসক্লাবের উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এ কে এম কাওসার উদ্দিন তালুকদার (যুগান্তর), মো. হালিমুর রহমান শাহিন(ইত্তেফাক), ধীরেন হালদার (সংবাদ) মো. হযরত আলী হিরু (কালের কন্ঠ), মো. হাবিবুল্লাহ মিঠু (ইনকিলাব),মো. ফয়সাল হাসান সুজন (বিজয়,টিভি),মো.আনোয়ার হোসেন (দৈনিক সুন্দরবন),মো. রুহুল আমিন (ভোরের ডাক) মো. মাসুদুল আলম অপু(মতবাদ), মো. রুহুল আমিন মোল্লা (আমাদের অর্থনীতি), রবিন দাস, মো. মিজানুর রহমান প্রমুখ।
সভায় বক্তরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। পরে এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।