বুধবার, ২৭ অক্টোবর ২০২১, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
ড্রাগন চাষে সফলতার নতুন গল্প নেছারাবাদের চাষীদের। দৈনিক শীর্ষ সংবাদ সাম্প্রদায়ীক সম্প্রীতির বন্ধন অটুট রেখে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে ——মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী নাদিরা বেগমের শারীরিক সুস্থতা কামনায় এনপিপির  দোয়া মোনাজাত বিনা প্রতিদ্বন্দিতার নির্বাচন গণতন্ত্রের বিকাশ নষ্ট হচ্ছে -শেখ ছালাউদ্দিন ছালু নেছারাবাদের মশারি শিল্পকে টিকিয়ে রাখতে দরকার সরকারি সহযোগি।দৈনিক শীর্ষ সংবাদ আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেন পিরোজপুর জেলা প্রশাসক পল্লীবিদ্যুতের যন্ত্রাংশ ও শ্রমিকদের থাকার স্থান এখন স্কুল নেছারাবাদে স্কুলঘরে মটর সাইকেলের গোডাউন স্বরূপকাঠিতে মৎস্যজীবিদের সঙ্গে মত বিনিময় সভা নেছারাবাদে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষাণ/কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত 

যমুনা টেলিভিশন ও যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতার মৃত্যুতে নেছারাবাদে স্মরণসভা অনুষ্ঠিত।শীর্ষ সংবাদ

আনোয়ার শীর্ষ সংবাদ ডেক্স
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩৯৫ জন দেখেছেন

বিশিষ্ট শিল্পপতি, যমুনা গ্রুপের চেয়ারম্যান,যমুনা টেলিভিশন ও যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে নেছারাবাদে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বরূপকাঠি প্রেসক্লাবের উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এ কে এম কাওসার উদ্দিন তালুকদার (যুগান্তর), মো. হালিমুর রহমান শাহিন(ইত্তেফাক), ধীরেন হালদার (সংবাদ) মো. হযরত আলী হিরু (কালের কন্ঠ), মো. হাবিবুল্লাহ মিঠু (ইনকিলাব),মো. ফয়সাল হাসান সুজন (বিজয়,টিভি),মো.আনোয়ার হোসেন (দৈনিক সুন্দরবন),মো. রুহুল আমিন (ভোরের ডাক) মো. মাসুদুল আলম অপু(মতবাদ), মো. রুহুল আমিন মোল্লা (আমাদের অর্থনীতি), রবিন দাস, মো. মিজানুর রহমান প্রমুখ।

সভায় বক্তরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের  প্রতি সমবেদনা জানান। পরে এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2020 dailyshirshosongbad
Developed By NCB IT
satta king tw