মুজিব শতবর্ষ উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতা কর্মীকে অন্তত ৩টি করে গাছের চারা লাগানোর নির্দেশ দেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা। দলীয় সভাপতির নির্দেশে মুজিব শতবর্ষ উপলক্ষে ৩ মাস ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষ রোপন কর্মসূচী।
শুক্রবার সকালে মাহামুদকাঠি ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মোঃ নাসিরউদ্দীন পিয়াস সাবেক উপ ক্রীড়া সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। মোঃ শরীফ মাহমুদ সাধারন সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ,৪ নং আটঘর কুড়িয়ানা ইউনিয়ন এবং মোঃ আহসানুল হক মন্টু , সদস্য ,১ নং ওয়ার্ড, ৪ আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদ এ কর্মসূচীর উদ্বোধন করেন।এর পর অত্র ইউনিয়নের বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ সদস্যগন রেজভী, পার্থ ,সাব্বির,উজ্জ্বল প্রমুখ।