পিরোজপুরে নেছারাবাদ উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরন প্রকল্পের আওতায় নির্বাচিত ২৫ জন সুবিধাভোগী খামারীদের মাঝে উপকরন বিতরণ করা হয়। বিতরণের মধ্যে রয়েছে কৃমিনাশক ঔষধ, ডিবি ভিটামিন, হেলথকার্ড, ও প্রশিক্ষন ম্যানুয়াল লিফলেট কার্ড বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহি অফিসার জনাব মোঃ মোশারফ হোসেন মিলু , উপজেলা মৎস্য অফিসার মোঃ পারভেজ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভাঃপ্রাঃ) জনাব ডা. মোঃ শওকত আলী, সাংবাদিক ও অন্যান্য কর্মকর্তা_ কর্মচারীবৃন্দ।
এ সময় জনাব ডাঃ মোঃ শওকত আলী বলেন, প্রশিক্ষিত খামারীগনই পারবে আমাদের সবার জন্য নিরাপদ মাংস সরবরাহ করতে। আমি আশাবাদি এ সকল খামারীগনের মাধ্যমে নেছারাবাদ উপজেলা একদিন দুধ ও মাংসে স্বয়ংসম্পুর্ন হবে।