বুধবার, ২৭ অক্টোবর ২০২১, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
ড্রাগন চাষে সফলতার নতুন গল্প নেছারাবাদের চাষীদের। দৈনিক শীর্ষ সংবাদ সাম্প্রদায়ীক সম্প্রীতির বন্ধন অটুট রেখে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে ——মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী নাদিরা বেগমের শারীরিক সুস্থতা কামনায় এনপিপির  দোয়া মোনাজাত বিনা প্রতিদ্বন্দিতার নির্বাচন গণতন্ত্রের বিকাশ নষ্ট হচ্ছে -শেখ ছালাউদ্দিন ছালু নেছারাবাদের মশারি শিল্পকে টিকিয়ে রাখতে দরকার সরকারি সহযোগি।দৈনিক শীর্ষ সংবাদ আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেন পিরোজপুর জেলা প্রশাসক পল্লীবিদ্যুতের যন্ত্রাংশ ও শ্রমিকদের থাকার স্থান এখন স্কুল নেছারাবাদে স্কুলঘরে মটর সাইকেলের গোডাউন স্বরূপকাঠিতে মৎস্যজীবিদের সঙ্গে মত বিনিময় সভা নেছারাবাদে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষাণ/কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত 

সৌদি আরবে আবারও কারফিউর সময় পরিবর্তন।দৈনিক শীর্ষ সংবাদ

আব্দুল্লাহ সুলাইমান নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৪৭৯ জন দেখেছেন

সৌদি আরবে আবারও কারফিউর সময় পরিবর্তন, ধাপে ধাপে ফিরছে স্বাভাবিক জীবন
এই লক্ষ্যে তিনটি ধাপ নির্ধারন করেছে সৌদি সরকার। এই তিন ধাপে করোনাভাইরাস মহামারী প্রতিরোধে আরোপিত সকল নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে।

প্রথম ধাপ ( ২৮ মে থেকে ৩০ মে)
এই সময়ের মাঝে ভোর ৬টা হতে বিকাল ৩টা পর্যন্ত মক্কা ছাড়া আর সকল অঞ্চলে কার্ফিউ শিথিল থাকবে। এই সময়ের মাঝে ব্যাক্তিগত গাড়ি দিয়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়া যাবে। আগামী ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে।

পাইকারি ও খুচরা দোকানসহ ছোট ছোট কিছু প্রতিষ্ঠান চালু হবে। অর্থাৎ সীমিত পরিসরে হলেও অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকান্ড সক্রিয় হবে।

তবে এখানে উল্লেখ্য যে বিউটি ও সাধারণ সেলুন, স্পোর্টস ও হেলথ ক্লাব, সকল ধরনের বিনোদন কেন্দ্র ও মুভি এবং সিনেপ্লেক্স এর মাঝে খুলবে না।

দ্বিতীয় ধাপ ( ৩১মে হতে ২০ জুন)
এই ধাপে মক্কা নগরী ব্যাতিত সৌদি আরবের সমগ্র অঞ্চলে ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল সৌদি নাগরিক ও প্রবাসীগণ চলাচল করতে পারবে।

এই ধাপে মক্কা নগরী ব্যাতিত সৌদি আরবের অন্য সকল অঞ্ছলের মসজিদ সমূহে জুম্মার নামাজসহ অন্য সকল নামাজ চালু হতে যাচ্ছে।

চূড়ান্ত সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে সকল সরকারী ও বেসরকারী অফিস এই ধাপে চালু হতে যাচ্ছে। তবে কর্মচারী ও কর্মকর্তাদের এখানে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই ধাপে চালু হবে অভ্যন্তরীণ বিমান ব্যাবস্থা। তবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে।

সকল ধরনের রেস্টুরেন্ট ও ক্যাফে চালু হয়ে যাবে তবে ৫০ জনের বেশী কোথাও লোকসমাগম করা যাবে না।

অবশ্য আগের মতই বিউটি ও সাধারণ সেলুন, স্পোর্টস ও হেলথ ক্লাব, সকল ধরনের বিনোদন কেন্দ্র ও মুভি এবং সিনেপ্লেক্স বন্ধ থাকবে।

৩য় ধাপ ( ২১ জুন পরবর্তীকাল)
আশা করা যাচ্ছে যে ২১ জুনের পর পর সৌদি আরবে সকল ধরনের নিষেধাজ্ঞাই উঠিয়ে নেওয়া হবে।

স্বাভাবিক অবস্থায় ফিরবে মানুষের জীবন।

শেয়ার করুন

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2020 dailyshirshosongbad
Developed By NCB IT
satta king tw