আনোয়ার নিউজ ডেস্ক : ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) এর চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর সহযোগীতায়, এনপিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ন্যাশনাল পিপলস্ সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. সাহেবআলী আলী হাওলাদার রনীর নিজস্ব অর্থায়নে বানারীপাড়া-উজিরপুরে ঘূর্ণি ঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ-উপহার সামগ্রী বিতরণ করে। অদ্য ২৩/৫/২০২০ তারিখ বিকেল ৩ টায় উজিরপুরের বৈরকাঠীতে তার সাহেবআলী হাওলাদার রনী তার নিজ বাস ভবন “অস্থায়ী নিবাসে” বসে এ ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা এনপিপির সাধারন সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন আরও উপস্থিত ছিলেন,উজিরপুর উপজেলা সাভাপতি মো.এইচ এম রানা আহম্মদ মিজান, বানারীপাড়া উপজেলা শাখা সভাপতি সৈয়দ ওলিউল ইসলাম, বানারীপাড়া থানা সাধারন সম্পাদক মোঃ সুমন তালুকদার, উজিরপুর থানা সাধারণ সম্পাদক মো. লিটন হাওলাদার, গুঠিয়া ইউনিয়ন সাভাপতি সাহেবআলী এবং উজিরপুর এনপিপির অন্যান্য নেতা-নেতৃবৃন্দ।