স্টাফ রিপোর্টারঃ পিরোজপুর মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টস্ এসোসিয়েশন এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরন করা হয়েছে । করোনা পরিস্থিতে অসহায় শতাধীক পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। ঈদ উপহার হিসেবে প্রতি প্যাকেটে ছিলো পোলাউর চাল ১ কেজি চিনি ১/২ কেজি সেমাই ১ প্যাকেটনুডুলস ১ প্যাকেট গুড়োদুধ ১০০ গ্রাম (১ প্যাকেট) সয়াবিন তেল : ১ লিটার। পিরোজপুর মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টস্ এসোসিয়েশনের সহ-সভাপতি রিচি সিকদার বলেন, দেশের বিরুপ এই পরিস্থিতিতে এবারের ঈদটা সকলের কাছেই একটু অন্যরকম। চারিদিক হয়তো চুপচাপ থাকবে,চাঁদ দেখামাত্র ঈদের ওই গানটা শুনে মনে হয়তো খুশি খুশি ভাবটা থাকবে না, কেনা হবে নাহ পছন্দের কোনো পোষাক।কিন্তু এসবের মধ্যে বরাবরই কিছু দুঃস্থ পরিবারের মধ্যে আসবে নাহ কোনো দিনের পরিবর্তন। হয়তো জুটবে নাহ পছন্দের খাবারটা। ঈদের আনন্দ হয়তো পৌছাবো নাহ তাদের অনাহারে থাকা মুখ গুলোতে। তবে আমরা চাইলেই এই অন্যরকম হতাশার্পুণ ঈদটাকে অন্যরকম ভালো লাগার ঈদে পরিনত করতে পারি। এরই ধারাবাহিকতায় পিরোজপুর মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে অসহায় পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আমাদের এই ক্ষুদ্রপ্রচেষ্টা। তিনি আরো বলেন, এর পূর্বে করোনা দূর্যোগে পিরোজপুরে এ দুঃস্থ পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করা হয় এবং এই বিতরন চলমান থাকবে।