পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় আজ ২৫ মার্চ ৪ টি ইউনিয়ন নির্বাচন প্রার্থীদের প্রতীক বরাদ্দ oশেষে বিকাল ৩ টায় উপজেলা সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয় কক্ষে নির্বাচন আচরণবিধি অনুষ্ঠানে প্রার্থীদের উদ্দেশ্যে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন ৪ ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে জনগণের ভোট শতস্ফুর্তভাবে গ্রহণ করতে যা কিছু করা প্রয়োজন তা পুলিশ প্রশাসন করবে, কোন প্রার্থী বা কোন নেতা যদি শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে তাতে কোন ছাড় দেয়া হবে না।
এ সময় উপজেলা নির্বাচন অফিসার এ বি এম সিদ্দিক তার বক্তব্যে বলেন, ভোট হচ্ছে আওয়ামীলীগ বনাম আওয়ামীলীগ। এখানে কোন প্রকার নির্বাচন আচরনবিধি লঙ্ঘনের কোন কিছু করলে তাকে ছাড় দেওয়া হবে না এবং তার প্রার্থীতা বাতিল করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন,যার ভোট সে দিবে, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তিনিই জনগণের নেতা, আমরা জনগণের স্বার্থে শান্তিসৃঙ্খলা রক্ষা করার সর্বাত্মক চেস্টা চালিয়ে যাব। কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবেন।