পিরোজপুরে রূপান্তরের অপরাজিতা প্রকল্পের আওতায় নেছারাবাদ উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভা আজ ০৯/০২/২০২১ তারিখ উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ও ফোরামের সভাপতি নার্গিস জাহানের সভাপতিত্বে তারই অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
ফোরামের সাধারণ সম্পাদক রিনা সুলতানার রেজুলেশন পাঠের মাধ্যমে সভার সুচনা হয়।আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১এ নারী উন্নয়ন ফোরামের ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়, এছাড়া নারী নির্যাতন বন্ধ ও নারীর অধিকার প্রতিষ্ঠায় করনীয় বিষয়ে আলোচনা করা হয় ।সভায় রূপান্তরের অপরাজিতা প্রকল্পের বরিশাল ক্লাস্টারের ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর ঝুমু কর্মকার ও নেছারাবাদ উপজেলা সমন্বয়কারী জাহাঙ্গীর ফকির মিঠু উপস্থিত ছিলেন।